হরি ওম, ১০ই অক্টোবর ২০১৯-এর পিতৃবচনে সদ্গুরু শ্রী অনিরুদ্ধ
'যা কুন্দেন্দু-তুশারহারধবলা' এই প্রার্থনা সম্পর্কে বলতে গিয়ে দশমীর দিন বাড়িতে সরস্বতী পূজা কীভাবে করা হয় তার তথ্য আমার ব্লগ থেকে দেওয়া হবে বলে জানিয়েছিলেন। সেই অনুযায়ী এই পূজার তথ্য নিচে দেওয়া হলো।
পূজার সামগ্রী
১) হলুদ, সিঁদুর, অক্ষত ২) প্রদীপ ৩) নারকেল - ২ ৪) গুড়-নারকেলের নৈবদ্য ৫) ফুল, সোনা (অরগজা গাছ বা অর্জুন পরিবারভুক্ত একপ্রকার গাছের পাতা) ৬) সরস্বতী - বই এবং ছবি ৭) সুপারি - ২ ৮) পান - ২ ৯) সাজানোর সময় সবচেয়ে পেছনে মহাপূজার (বরদাচণ্ডিকা প্রসন্নোৎসবের) বা সেটি না থাকলে বড় মা (মহিষাসুরমর্দিনী) এবং সদ্গুরুর একসঙ্গে একটি ছবি রাখা উচিত।
সাজানোর পদ্ধতি
১) একটি চৌকি বা পাটা নিয়ে তার উপর একটি কাপড় বিছাতে হবে।
২) তার উপর নিচের ছবিতে দেখানো মতো করে সাজাতে হবে।
পূজা পদ্ধতি
১) প্রথমে প্রদীপে হলুদ-সিঁদুর দিতে হবে।
২) এরপর 'বক্রতুন্ড' স্তোত্র বলতে হবে।
'বক্রতুন্ড' স্তোত্র
প্রণম্য শিরসা দেবং গৌরীপুত্রং বিনায়কম্ ।। ভক্তাভাসং স্মরেন্নিত্যমায়ু:কামার্থসিদ্ধয়ে ।।১ ।।
প্রথমং বক্রতুণ্ডং চ একদণ্ডং দ্বিতীয়কং ।। তৃতীয়ং কৃষ্ণপিগাঙ্কং গজবক্ত্রং চতুর্থকং ।।২ ।।
লম্বোদরং পঞ্চমং চ ষষ্ঠং বিকটমেব।। সপ্তমং বিঘ্নরাজেন্দ্রং ধূম্রবর্ণং তথাস্টমং ।।৩ ।।
নবমং ভালচন্দ্রং চ দশমং তু বিনায়কং । একাদশং তু গণপতিং দ্বাদশং তু গজাননং ।।৪ ।।
দ্বাদশৈতানি নামানি ত্রিসংধ্যং য়: পঠেন্নর: । ন চ বিঘ্নভয়ং তস্য সর্বসিদ্ধিকরং প্রভো ।।৫ ।।
বিদ্যার্থী লভতে বিদ্যাং ধনার্থী লভতে ধনম্ । পুত্ৰার্থী লভতে পুত্ৰান্ মোক্ষার্থী লভতে গতিম্ ।।৬ ।।
জপেৎ গণপতিস্তোত্রম্ ষড্ভির্মাসৈ: ফলং লভেৎ । সংবত্সরেণ সিদ্ধিং চ লভতে নাত্র সংয়শ: ।।৭ ।।
অষ্টভ্যো ব্ৰাহ্মণেভ্যশ্চ লিখিত্বা য়: সমর্পয়েৎ । তস্য বিদ্যা ভবেৎসর্বা গণেশস্য প্রসাদত: ।।৮ ।।
ইতি শ্রী নারদপুরাণে সংকটবিনাশনং শ্রীগণপতিস্তোত্রম্ সম্পূর্ণম্ ।
৩) স্তোত্র বলার পর ছবিতে মালা পরাতে হবে।
৪) এরপর পানের উপর, নারকেলের উপর, বইয়ের উপর এবং অস্ত্রের উপর হলুদ-সিঁদুর এবং অক্ষত দিতে হবে।
৫) এরপর নিচের শ্লোকটি বলতে হবে।
শান্তাকারং ভুজগশয়নং পদ্মনাভং সুরেশং ।
বিশ্বাধারং গগনসদৃশং মেঘবর্ণ শুভাঙ্গম্ ॥
লক্ষ্মীকান্তং কমলনয়নং যোগিভির্ধ্যানগম্যম্ ।
বন্দে বিষ্ণুং ভবভয়হরং সর্বলোকৈকনাথম্ ॥
৬) এরপর 'যা কুন্দেন্দু-তুশারহারধবলা' এই স্তোত্র / এই প্রার্থনা বলতে বলতে ফুল এবং সোনা (অরগজা গাছ বা অর্জুন পরিবারভুক্ত একপ্রকার গাছের পাতা) অর্পণ করতে হবে।
য়া কুন্দেন্দু-তুশারহারধবলা য়া শুভ্রবস্ত্রাবৃতা ।
য়া বীণাবরদণ্ডমণ্ডিতকরা য়া শ্বেতপদ্মাসনা ॥
য়া ব্ৰহ্মাচ্যুত শংকর-প্রভৃতিভির্দেবৈঃ সদা বন্দিতা ।
সা মাম্ পাতু সরস্বতী ভগবতী নিঃশেষজাড্যাপহা ॥
৭) এরপর ২৪ বার 'ওম কৃপাসিন্ধু শ্রী সাঁইনাথায় নমঃ' এই জপ করতে হবে।
৮) জপ শেষ হলে প্রদীপ দিয়ে আরতি করতে হবে এবং গুড়-নারকেলের নৈবেদ্য অর্পণ করতে হবে।
৯) এরপর 'বিজয়মন্ত্র' বলতে হবে। এখানে পূজা সম্পন্ন হয়।
ll হরি ওম ll শ্রী রাম ll অম্বজ্ঞ ll ll নাথসংবিদ্ ll
मराठी >> हिंदी >> English >> ગુજરાતી>> தமிழ்>>
Comments
Post a Comment