করুণাত্রিপদী
শান্ত হো শ্রীগুরুদত্ত । মম চিত্তা শম্ভভী আতা ॥ ধ্রু. ॥
তূ কেবল মাতাজনিতা । সর্বথা তূ হিতকারী ।
তূ আপ্তস্বজন ভ্রাতা । সর্বথা তূচি ত্রাতা ॥
ভয়কর্তা তূ ভয়হার্তা । দণ্ডধর্তা তূ পরিপাতা ।
তুজবাচুনি ন দুসরা বার্তা । তূ আর্তা আশ্রয় দাতা ॥ ১ ॥
অপরাধাস্তব গুরুনাথা । জরী দণ্ডা ধরিসী যথার্থা ।
তারী আম্হি গাউনি গাথা । তব চরণী নমভূ মাথা ॥
তূ তথাপি দণ্ডিসী দেবা । কোনাচা মগ করূ ধাভা? ।
সোডভিতা দুসরা তেঁভা । কোন দত্ত আম্হা ত্রাতা? ॥ ২ ॥
তূ নাটসা হৌনি কোপি । দণ্ডিতাঁহি আম্হি পাপী ।
পুনরপিহী চুকত তথাপি । আম্হাঁবরি নচ সন্তাপী ॥
গচ্ছতঃ স্খলনং ক্বাপি । আসে মানুনি নচ হো কোপি ।
নিজ কৃপালেশা অপি । আম্হাঁবরি তূ ভগবন্তা ॥ ৩ ॥
তব পদরী অস্তা তাতা । আড়মার্গী পাওল পড়তা ।
সাঁভালুনি মার্গাৱর্তা । আনিতা ন দুসরা ত্রাতা ।।
নিজ বিরুদা আনুনি চিত্তা । তূ পতীতপাবন দত্তা ।
ভলে আতা আম্হাঁবরি । করুণাঘন তূ গুরুদত্তা ॥ ৪ ॥
সহকুটুম্ব সহপরিবার । দাস আম্হি হে ঘরদার ।
তব পদী অরপূ অসার । সংসারাহিত হা ভার ।
পরিহারিসী করুণাসিন্ধো । তূ দীননাথ সুবন্ধো ।
আম্হা অঘলেশ ন বাধো । বাসুদেবপ্রার্থিত দত্তা ॥ ৫ ॥
------
Comments
Post a Comment