শ্রী দত্ত 'করুণাত্রিপদী'র প্রথম পদের অর্থ

 

শ্রী দত্ত 'করুণাত্রিপদী'র প্রথম পদের অর্থ
শ্রী দত্ত 'করুণাত্রিপদী'র প্রথম পদের অর্থ

শান্ত হো শ্রীগুরুদত্ত । মম চিত্তা শম্ভভী আতা || (ধ্রুবপদ)


হে শ্রীগুরুদত্ত, আপনি সর্বদা শান্ত থাকেন। আপনার পক্ষে রাগ করা সম্ভব নয়। কিন্তু ভক্তদের ভালোর জন্য আপনি যে ক্রোধ ধারণ করেছেন, তা দেখে আমার ভয় হয়। হে শ্রীগুরুরায়া, দয়া করে আমার মনের ভয় শান্ত করুন। আমার চিত্তকে, যা ভয়, আতঙ্ক, অস্থিরতা এবং নিরাপত্তাহীনতায় আক্রান্ত, শান্ত করুন, এই সবের উপশম করুন।

তূ কেবল মাতাজনিতা । সর্বথা তূ হিতকারী ।
তূ আপ্তস্বজন ভ্রাতা । সর্বথা তূচি ত্রাতা ॥
ভয়কর্তা তূ ভয়হার্তা । দণ্ডধর্তা তূ পরিপাতা ।
তুজবাচুনি ন দুসরা বার্তা । তূ আর্তা আশ্রয় দাতা ॥ ১ ॥


হে শ্রীগুরুরায়া, আপনিই আমার একমাত্র মা-বাবা, অর্থাৎ আমাকে জন্মদানকারী এবং আমাকে পালন-পোষণকারীও আপনিই। আপনিই সব দিক থেকে আমার কল্যাণকারী। আপনিই আমার সত্যিকারের আত্মীয়, আমার আপনজন, আমার ভাইও। আপনিই আমার সর্বস্ব রক্ষাকারী।

আমাদের মঙ্গলের জন্য প্রয়োজনে ভয় সৃষ্টিকারী, আমাদের ভয় দেখান আপনিই এবং ভয় হরণকারীও আপনিই। আর সেই জন্যই আপনি হাতে দণ্ড ধারণ করেছেন, এবং শাস্তি থেকে বাঁচান, ক্ষমা করেনও আপনিই। আপনি ছাড়া আমার অন্য কেউ নেই এবং আপনি ছাড়া আমি অন্য কিছু জানিও না। আমার মতো দুঃখী-কষ্টগ্রস্ত, বিপদগ্রস্তদের আশ্রয়দাতা আপনিই। হে শ্রীগুরুদত্ত, আপনিই আমরা দুঃখিতদের একমাত্র আশ্রয়দাতা।

অপরাধাস্তব গুরুনাথা । জরী দণ্ডা ধরিসী যথার্থা ।
তারী আম্হি গাউনি গাথা । তব চরণী নমভূ মাথা ॥
তূ তথাপি দণ্ডিসী দেবা । কোনাচা মগ করূ ধাভা? ।
সোডভিতা দুসরা তেঁভা । কোন দত্ত আম্হা ত্রাতা? ॥ ২ ॥


হে শ্রীগুরুনাথ! আমাদের অপরাধ, দুষ্কর্ম, পাপকে শাস্তি দিতে, অর্থাৎ আমাদের মঙ্গলের উদ্দেশ্যে আপনি হাতে দণ্ড ধারণ করেছেন। এটা ঠিক হলেও, আমরা অপরাধীরা আপনার নামসংকীর্তন করে, আপনার চরিত্র ও লীলার গুণগান করে আপনার চরণে মাথা নত করে আপনার শরণাপন্ন হয়েছি।

তবুও যদি হে দেব, আপনি আমাদের শাস্তি দেন, তাহলে আমরা, আপনার সন্তানেরা, কার কাছে সাহায্য চাইব? হে শ্রীগুরুদত্ত! আপনার ছাড়া আমাদেরকে অপরাধ, দুঃখ-কষ্ট, যন্ত্রণা থেকে মুক্তকারী, আমাদের রক্ষাকর্তা আর কে আছে? কেউ নেই।

তূ নাটসা হৌনি কোপি । দণ্ডিতাঁহি আম্হি পাপী ।
পুনরপিহী চুকত তথাপি । আম্হাঁবরি নচ সন্তাপী ॥
গচ্ছতঃ স্খলনং ক্বাপি । আসে মানুনি নচ হো কোপি ।
নিজ কৃপালেশা অপি । আম্হাঁবরি তূ ভগবন্তা ॥ ৩ ॥


আসলে, আপনি আপনার সন্তানদের উপর কখনও রাগ করেন না। একজন নটের মতো, আমাদের ভালোর জন্য আপনি রাগের অভিনয় করছেন। সেই নটের মতোই ক্রোধ ধারণ করে আপনি আমাদের মতো পাপী জীবদের শাস্তি দেন। তবুও আমরা অজ্ঞানী, যারা শুধরাই না, বারবার সেই একই ভুল করতে থাকি। তাই, হে শ্রীগুরুদত্ত, আমরা প্রার্থনা করি যে আপনি আমাদের উপর রাগ করবেন না।

'গচ্ছতঃ স্খলনং ক্বাপি' মানে যেমন পথে চলতে গিয়ে একজন মানুষ কখনও কখনও পিছলে পড়ে যেতে পারে, তেমনই আমরাও কর্ম করার সময় ভুল করতে পারি এবং করিও। এটা জেনে আপনি আমাদের উপর রাগ করবেন না। হে ভগবান! আপনার কৃপার এক ফোঁটা আমাদের উপর বর্ষণ করুন, কারণ আপনার কৃপার এক সামান্য অংশও আমাদের উদ্ধার করার জন্য যথেষ্ট।

তব পদরী অস্তা তাতা । আড়মার্গী পাওল পড়তা ।
সাঁভালুনি মার্গাৱর্তা । আনিতা ন দুসরা ত্রাতা ।।
নিজ বিরুদা আনুনি চিত্তা । তূ পতীতপাবন দত্তা ।
ভলে আতা আম্হাঁবরি । করুণাঘন তূ গুরুদত্তা ॥ ৪ ॥

 

হে ভক্তদের পিতা শ্রীগুরু দত্তাত্রেয়! আপনার চরণকমলের আশ্রয় নেওয়ার পরেও যদি আমাদের পা ভুল পথে চলে যায়, অর্থাৎ আমরা ভুল আচরণ করি, তবুও আপনি আমাদের সামলে নিয়ে নিরাপদে আবার সঠিক পথে ফিরিয়ে আনেন। আমাদের অন্য কোনও রক্ষাকর্তা নেই।

হে পতিতপাবন শ্রীগুরুদত্ত, করুণার মেঘ, আপনার এই বিরুদকে মনে রেখে আমাদের উপর আপনার কৃপা অবিরাম বর্ষণ করতে থাকুন।

সহকুটুম্ব সহপরিবার । দাস আম্হি হে ঘরদার ।
তব পদী অরপূ অসার । সংসারাহিত হা ভার ।
পরিহারিসী করুণাসিন্ধো । তূ দীননাথ সুবন্ধো ।
আম্হা অঘলেশ ন বাধো । বাসুদেবপ্রার্থিত দত্তা ॥ ৫ ॥


শ্রীগুরু দত্তাত্রেয়, আমরা পরিবার ও স্বজন সহ আপনারই দাস। এই নশ্বর এবং ক্ষণস্থায়ী সংসারের, এই বাড়ি ও পরিবারের প্রতি আসক্তি, আমাদের কর্ম অর্থাৎ আমাদের সার্বিক উন্নয়নে বাধা সৃষ্টিকারী এক বোঝা, যা আমাদের অহিতকারী। আমাদের এই সমস্ত বোঝা আমরা আপনার চরণে অর্পণ করছি।

হে গুরুরায়া! হে করুণার সাগর! আপনি আমরা দীন-হীনদের নাথ, আমাদের হিতাকাঙ্ক্ষী। আপনি আমাদের সমস্ত দুঃখ-কষ্ট, খারাপ প্রারব্ধ, অনুচিত কাজের সম্পূর্ণ নিবারণ করেন। হে দত্তাত্রেয়! আমি বাসুদেব (পরমপূজ্য পরমহংস পরিব্রাজকাচার্য শ্রীবাসুদেবানন্দসরস্বতীস্বামী) আপনাকে প্রার্থনা করছি যে, আপনার সেবায় আমাদের পাপের সামান্য অংশও যেন আমাদের কষ্ট না দেয়।

Comments