স্বস্তিক্ষেেম সংবাদম

স্বস্তিক্ষেেম সংবাদম

সকল শ্রদ্ধাবানের মঙ্গলের জন্য সদ্গুরু শ্রী অনিরুদ্ধ বাপু ২০১৩ সালে তাঁর প্রবচনে স্বস্তিক্ষেম সংবাদের ধারণাটি সকলের সামনে তুলে ধরেন।

এতে প্রত্যেক শ্রদ্ধাবান চন্ডিকাকুলের যে কোনো সদস্যের সঙ্গে কথা বলতে পারবেন। শ্রদ্ধামানের মনের ভাব, চিন্তা বা সে যা কিছু বলতে চায়, তা সেই চন্ডিকাকুলের যে কোনো সদস্যের সামনে প্রকাশ করতে হবে।

স্বস্তিক্ষেেম সংবাদ মানে ঠিক কী?

প্রতিটি ব্যক্তি তার মনের যে কোনো কথা এই চণ্ডিকাকুলের যে কোনো সদস্যের সঙ্গে বলতে পারেন। আমরা যা বলছি, তা মা ভগবতী অবশ্যই শুনছেন, এই পূর্ণ বিশ্বাস আমাদের মনে থাকা উচিত।

যা মনে মনে বলা হয়, তাই শোনা হয়। এটি একটি কথোপকথন। আমাদের মনের কথা যখন তাদের কাছে পৌঁছায়, তখন তাদের কথা (বার্তা) প্রাণময় কথোপকথন দিয়ে, প্রাণের স্পন্দন (Vibrations) দিয়ে আমাদের প্রাণের সঙ্গে যুক্ত হয়।

প্রত্যেকের মনে হয় যে মন পরিবর্তন হওয়া উচিত, কিন্তু এটি মানুষের জন্য কঠিন। 'স্বস্তিক্ষেেম সংবাদম' (Swastikshema Samvadam) এর মাধ্যমে আমরা কর্মস্বাধীনতার সঠিক ব্যবহার করে মনের মধ্যে সঠিক পরিবর্তন আনতে পারি।

'স্বস্তিক্ষেেম সংবাদম' (Swastikshema Samvadam) হল দিব্য চণ্ডিকাকুলের (Divine Chandikakul) সঙ্গে করা একটি কথোপকথন, এই বিষয়ে আমাদের সদ্গুরু অনিরুদ্ধ বাপু 'পিতৃবচন'-এ বলেছেন, যা আপনারা এই ভিডিওতে দেখতে পারেন।

স্বস্তিক্ষেেম সংবাদ কীভাবে করবেন?

প্রথমে বাপুর কণ্ঠে, নিম্নলিখিত জপ করা হয়। তারপর স্বস্তিক্ষেম সংবাদ শুরু হয়।

“সর্বমঙ্গলমাঙ্গল্যে শিবে সর্বার্থসাধিকে। 

শরণ্যে ত্র্যম্বকে গৌরী নারায়ণি নমোস্তুতে।।”

এরপর অন্তত ৫ মিনিটের সময় থাকবে, যখন প্রত্যেক শ্রদ্ধাবান ভক্ত চোখ বন্ধ করে ভাববেন যে, আমরা যেন স্বয়ং চণ্ডিকাকুলের সম্মুখে বসে আছি। সেই অনুভূতির সঙ্গে, চণ্ডিকাকুলের যে কোনো এক সদস্যের সঙ্গে, বা একযোগে সকলের সঙ্গে, নিজের ইচ্ছেমতো আন্তরিকভাবে আলাপ বা সংলাপ স্থাপন করতে হবে।

এই সময়কাল শেষ হলে বাপুর কণ্ঠে ‘মাতৃবৎসল্য উপনিষদ’ থেকে এই শ্লোকটি বাজানো হয় -

“নমঃ সর্বশুভঙ্করে। নমঃ ব্রহ্মত্রিপুরসুন্দরী। শরণ্যে চণ্ডিকে দুর্গে। প্রসীদ পরমেশ্বরি।।”

স্বস্তিক্ষেম সংবাদ কোথায় করা যায়?

সদ্‌গুরু শ্রী অনিরুদ্ধ বাপুর নিশ্চয়তা ও প্রতিশ্রুতি রয়েছে যে, এইভাবে “স্বস্তিক্ষেম সংবাদ”-এর মাধ্যমে চণ্ডিকা কুল বা চণ্ডিকা কুলের যেকোনো সদস্যের সঙ্গে স্থাপিত যোগাযোগ তাঁদের কাছে কোনো মধ্যস্থতা বা মাধ্যম ছাড়াই সহজেই এবং নিশ্চিতভাবে পৌঁছে যায়।

প্রতিটি অনুমোদিত উপাসনা কেন্দ্রে এইভাবে “স্বস্তিক্ষেম সংবাদ”-এর ব্যবস্থা করা হয়েছে, এবং সেই সংবাদের সময় সেই উপাসনা কেন্দ্রই যেন হরিগুরুগ্রাম হয়ে ওঠে—এই হল বাপুর দৃঢ় সংকল্প।

বাপুর এই সংকল্প অনুযায়ী, “স্বস্তিক্ষেম সংবাদ” শ্রীহরিগুরুগ্রামে এবং উপাসনা কেন্দ্রগুলোতেও করা যায়। এছাড়াও, রবিবারের অনলাইন ইংরেজি উপাসনাতেও “স্বস্তিক্ষেম সংবাদ”-এর সুফল গ্রহণ করা যায়।

এই উপাসনা প্রতি রবিবার সকাল ১০টা এবং রাত ৮টা ৩০ মিনিটে aniruddha.tv তে সম্প্রচারিত হয়।

অগণিত শ্রদ্ধাবান ভক্ত “স্বস্তিক্ষেম সংবাদ”-এর মাধ্যমে তাদের জীবনে আমূল পরিবর্তন আনতে পেরেছন। 

-----------------------

Comments