বসুবারস
যা ধনতেরাসের একদিন আগে পালিত হয় — এই দিনটি গোমাতা এবং তার বাছুরের পূজার জন্য উৎসর্গিত।
এই পবিত্র দিনে সদ্গুরু শ্রী অনিরুদ্ধ বাপু ঘরের প্রবেশদ্বারে রঙ্গোলি দিয়ে চারটি গোপদ্ম (গোমাতার পবিত্র খুরচিহ্ন) আঁকার পরামর্শ দিয়েছেন।
গোপদ্ম আঁকার পর এই মন্ত্রটি কমপক্ষে পাঁচবার ভক্তিভরে জপ করুন -
“ওঁ শ্রী সুরভ্যৈ নমঃ”
চলুন, ভক্তি, পবিত্রতা ও গোমাতার প্রতি ভালোবাসা দিয়ে এই দিভ্য উৎসবকে স্বাগত জানাই।
------------------------------

Comments
Post a Comment