অসম্ভবও সম্ভব হলো শুধু মাত্র বাপুজীর কৃপায়! - ব্রুষালীভীরা দাণ্ডেকর, কলিনা

 

অসম্ভবও সম্ভব হলো শুধু মাত্র বাপুজীর কৃপায়! - ব্রুষালীভীরা দাণ্ডেকর, কলিনা

আজ আমাকে সদ্গুরুর-অনুভব-সংকীর্তনের সুযোগ দেওয়ার জন্য প্রথমে বাপুর চরণে আমার কৃতজ্ঞতা জানাই। আমি, ব্রুষালীভীরা দাণ্ডেকর, ২০০১ সাল থেকে বাপু পরিবারের সঙ্গে যুক্ত। 

আমাদের পরিবার বাপুজীর অনেক সুন্দর সুন্দর অভিজ্ঞতা লাভ করেছে। তেমনই দুটি অভিজ্ঞতা আজ আপনাদের বলছি। ১২ সেপ্টেম্বর ২০১৭-এর রাতে বজ্রবিদ্যুতের সঙ্গে প্রচণ্ড বৃষ্টি হচ্ছিল। তখন আমি কোনো কাজের জন্য নাসিকে ছিলাম। পরের দিন সকালে আমার স্বামী প্রতিদিনের মতোই কুরলায় আমাদের অফিসে পৌঁছালেন। 

অফিসের দরজা খুলতেই তিনি দেখলেন, মেঝেতে অনেক কালি পড়ে আছে। এই কালি কোথা থেকে এলো তা খুঁজতে গিয়ে তিনি চারপাশে এবং উপরে তাকালেন। তখন তিনি দেখতে পেলেন যে অফিসের মূল ডি.পি. (ডিস্ট্রিবিউশন প্যানেল) সম্পূর্ণভাবে পুড়ে গেছে। 

এতে নিশ্চিত হওয়া গেল যে রাতে অফিসের ইলেকট্রিক ওয়্যারিং-এ প্রচণ্ড আগুন লেগেছিল। ডি.পি.-র লোহার কভারে প্রায় এক ইঞ্চি গর্ত হয়ে গিয়েছিল, যা থেকে আমরা আন্দাজ করতে পারি যে আগুন কতটা তীব্র ছিল। কিন্তু অবাক করার মতো বিষয় হলো, আগুন কেবল এক থেকে দেড় ফুট এলাকার মধ্যেই ছড়িয়েছিল; মানে কেবল ততটুকুই তার পুড়েছিল। তার পরের তারগুলো বা অন্য কিছু কিছুই জ্বলে যায়নি। এটা কীভাবে সম্ভব হল? তারে একবার আগুন লাগলে তো সেটা জ্বলতেই থাকে। এই অকল্পনীয় ঘটনার আমরা কী ব্যাখ্যা করতে পারি? আমার বিশ্বাস, আমাদের 'ড্যাড', বাপু নিজেই এই আগুন থেকে আমাদের পুরো অফিসকে পুড়ে ছাই হওয়া থেকে বাঁচিয়েছেন। 

অফিসে মোট ১০টি কম্পিউটার, ল্যাপটপ, প্রিন্টার, স্ক্যানার, টিভি, ফ্রিজ ইত্যাদি সরঞ্জাম রয়েছে। এর সঙ্গে আমার স্বামীর কাজের ফাইল রাখার ৩টি কাঠের আলমারিও আছে। এই সবকিছু যদি পুড়ে ছাই হয়ে যেত...? এই চিন্তা মাথায় আসতেই আমার লোম খাড়া হয়ে যায় এবং 'এত অপরিসীম প্রেম কেবল আমার বাপুরই !'—এই ভেবে চোখ জলে ভরে যায়। এত বড় আগুন, যা লোহাতে এক ইঞ্চি গর্ত করে দিতে পারে, তা কেবল এক থেকে দেড় ফুট এলাকার মধ্যে ছড়িয়ে আপনা আপনিই কীভাবে নিভে গেল, তা আমার বোধগম্য হচ্ছে না। 

আমাদের কোনো ক্ষতি হয়নি এবং আমাদের কোনো বিশেষ আর্থিক ক্ষতিও হয়নি। বাপুজীর কৃপাতেই এই অসম্ভব সম্ভব হয়েছে! 'তিনি'ই জানেন তাঁর অকল্পনীয় লীলা! আমার তো এটাই মনে হয় যে, এই আগুনের মাধ্যমে আমার ড্যাড আমাদের উপর আসা কোনো বড় বিপদ দূর করে দিয়েছেন। এমন অভিজ্ঞতা বারবার হওয়ার কারণে আমরা শ্রদ্ধাবানরা তাঁর ছত্রছায়ায় সুখ, আনন্দ এবং সম্পূর্ণ নির্ভয় হয়ে জীবনযাপন করি। হ্যাটস অফ ড্যাড, উই লাভ ইউ ড্যাড ফরএভার...। এভাবেই শ্রদ্ধাবানদের জীবনের প্রতিটি ছোট-বড় ঘটনায় বাপু আমাদের সঙ্গে থাকেন, প্রত্যক্ষ বা পরোক্ষভাবে!

আমার আরও একটি এমন অভিজ্ঞতা বলছি। আমরা ১৯৮৯ সালে লোনাভলার ওয়াকসাই-তে একটি প্লট কিনেছিলাম। ২০১৩ সালে আমরা সেটি বিক্রি করার সিদ্ধান্ত নিলাম এবং একজন স্থানীয় দালালের সাথে এ বিষয়ে কথাও বললাম। কিন্তু হঠাৎ ২০১৩ সালের জুনে আমাদের মনে হলো যে এই প্লটটি বিক্রি করব না। 

আজ বাপুজীর কৃপায় সেই প্লটটিতে 'অনসূয়া' নামের একটি সুন্দর বাংলো (বাংলো ধাঁচের বাড়ি) তৈরি হয়েছে। বিশেষ বিষয় হলো, পরে আমরা জানতে পারলাম যে যদি আমরা সেই সময় প্লটটি বিক্রি করতাম, তাহলে রিয়েল এস্টেটের দাম কমে যাওয়ায় খুব কম মূল্যে তা বিক্রি করতে হতো এবং আমাদের অনেক বড় আর্থিক ক্ষতি হতো। 

প্লটটি বিক্রি করার সিদ্ধান্ত নেওয়ার পরও, তা বিক্রি না করার যে ভাবনা আমাদের মনে এসেছিল, তার প্রেরণা বাপু নিজেই দিয়েছিলেন বলে আমরা মনে করি। সদ্গুরুর কৃপাতেই আমরা একটি বড় আর্থিক ক্ষতি থেকে রক্ষা পেয়েছি। 'হাত পাতুনি জবলি ঘেতলে, আনন্দচে দোহি বুডভিলে' (দু'বাহু বাড়িয়ে কাছে টেনে নিলেন, আনন্দের সমুদ্রে ডুবিয়ে দিলেন)। খুশির এই মুহূর্তগুলো অবিস্মরণীয়। 

আমাদের চিরকাল আপনার চরণে থাকতে দিন, এটাই আমাদের আপনার কাছে নিরন্তর প্রেমময় প্রার্থনা ড্যাড...।

॥ হরিঃ ওঁ। শ্রীরাম। অম্বজ্ঞ ॥

Comments